মা কাকে বলে? সেকি ছলনাময়ী না করুণাময়ী; আমার কাছে মা যেন উদাহরণ পৃথিবীর। হাত ধরে তার চলতে শিখলাম বিশ্ব ধারার মাঝে মা ই তো দিল প্রথম অন্ন আমার মুখের পরে। মা ই তো ছিল বন্ধু আমার, ছোটবেলার সাথী ; যেমন হয় পুতুল খেলা আর রাজকন্যার হাসি। রাখতো আমায় যত্ন করে- সাজাতো সে তার মনের মত করে, সদা মনে পড়ে আমার মায়ের আদর খানি। মা ই তো ছিল প্রথম পাওয়া আমার জন্মের পরে এমন মা পাই যেন আমি জনম জনম ধরে।রচনাকাল : ১০/৫/২০২০
চৈতালি ধর বারিক ২৬শে মার্চ দক্ষিণ ২৪ পরগণা জেলার বজবজে জন্মগ্রহণ করেন। তিনি একজন গৃহবধূ। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, এর সাথে সাথে তিনি আবৃত্তিও করেন। তিনি নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।