মায়ের আঁচলের গন্ধ চিনি, পায়ের শব্দ চিনি, আর কিছু অভিব্যক্তি....ব্যস! এইটুকুই। এর থেকে বেশী গভীরে আর যাওয়া হয়ে ওঠে না। মায়েরা নিজেই একটা গোটা রহস্যসমগ্রের উপন্যাস। এক জীবনে পড়ে ফেলা প্রায় অসম্ভব। মায়েরা নিজেদের ব্যস্ত রাখে, বড় ব্যস্ত করে রাখে। একটু সময় পেলে উপন্যাসের পাতায় গল্পের মোড় ঘোরানো যেত। অথচ, ওরা বড় অল্পেই খুশী রয়ে যায় চিরকাল। মায়েরা খোঁজই রাখে না, আজ মাতৃদিবস।রচনাকাল : ১০/৫/২০২০
ইন্দ্রানী দলপতি ৩রা অক্টোবর হাওড়া জেলার বালীতে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় ডায়েরি লেখাটা পরবর্তীকালে গল্প লেখার ইচ্ছেতে পরিণত হয়। প্রথম গল্প লেখা বিদ্যালয়ের একটি প্রতিযোগিতায়। তিনি লেখাপড়া করার পাশাপাশি বর্তমানে একজন গৃহশিক্ষিকার পেশায় নিযুক্ত রয়েছেন। এছাড়াও তিনি একজন পশুপ্রেমী ও সমাজকর্মী। গল্পের বই পড়তে, ভ্রমণ করতে, ছবি তুলতে ভালোবাসেন। বিভিন্ন মানুষের জীবনযাত্রার ধরন এবং প্রকৃতির মধ্যে থেকেই লেখার রসদ খুঁজে বেড়ান। তিনি কবিতা, গল্প ও অণুগল্প লেখেন। বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে।