ইটভাটাতে আগুনের আঁচে কাজ করে একটা মা
কয়লাখনিতে শুকিয়ে যাওয়া কালো হাতে কয়লা তোলে একটা মা
রবিবারের দুপুরেও বাবু বাড়ির বাসন মাঝে একটা মা
নিদারুণ খিদের জ্বালায় পাথর সিদ্ধ করে একটা মা
সন্তানের মুখে খাবার তুলে দিতে চুল বিক্রি করে একটা মা
ভোর চারটের লোকাল ধরে শহরে চলে একটা মা
মাইলের পর মাইল হেঁটে হেঁটে আসে একটা মা।
এইসব মায়েদের কান্না লেগে রয়েছে পৃথিবীর নরম ঘাসে।
সন্ধ্যের দিকে গুমোট বাতাসে কি জানি দীর্ঘশ্বাস শোনা যায় বুঝি।
মায়েরা এভাবেই বুকের রক্ত দিয়ে লড়াই লিখে যায় অনন্তকাল।
রচনাকাল : ১০/৫/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।