মা তুমিই যে আমাদের মা
পৃথিবীর শ্রেষ্ঠ আমাদের মা
অনেক কষ্ট করে দেখিয়েছো যে পৃথিবী।
তাই তো আমাদের কাছে মমতাময়ী
মনটা দুঃখে, কষ্টে হয় যখন ভারাকান্ত
তোমার আঁচলের তলায় এসে হয় যে শান্ত।
তুমি যখন ই আমাদের কাছে এসে থাকবে
আমাদের মুখে হাসি সবসময় যে ফুটবে।
মাগো তোমায় সবসময় আগলে রাখতে চাই
এই কথাটা জানাচ্ছে কবিতায় তাই।
তুমি যে আমাদের কাছে অন্ধকারের আলো
তোমার হাসি দেখে মনটা হয় আমাদের ভালো।
"মা" মানে মমতা
"মা" মানে ক্ষমতা
"মা" মানে নিরাপত্তা
"মা" মানে নিশ্চয়তা
"মা" মানে আশ্রয়দাত্রী
"মা" মানে একবুক ভালোবাসা।
রচনাকাল : ১০/৫/২০২০
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।