মাতৃত্ব
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

লেখিকা : শ্রেয়সী বিশ্বাস
দেশ : India , শহর : ব্যারাকপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মার্চ
প্রকাশিত ১১ টি লেখনী ২৬ টি দেশ ব্যাপী ৭১২৮ জন পড়েছেন।
''মা' শব্দটা উচ্চারণে ঠিক যতটা সহজ, তার অর্ন্তনিহিত অর্থ বোঝা ঠিক ততটাই কঠিন। এই 'মা' শব্দটার সঠিক অর্থ বুঝতে গোটা একটা জীবন কেটে যায়। তাও কেউ কেউ বুঝে উঠতে পারে না। ' 'মা' শব্দটার সাথে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে যে শব্দটি তা হল 'নারী'। কারণ ছোট থেকে শোনা মেয়ে মানুষ মানেই অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক ভালো না লাগার সাথে মানিয়ে নিতে হয় কারণ মা হওয়ার পর অনেক দায়িত্ব নিতে হয়। আর দায়িত্বশীল হয়ে ওঠার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। নিজের মা-কে দেখার পর বোঝা যায় কথাগুলো ঠিক কতটা সত্যি। 'মা' কে ছাড়া চলা যে ঠিক কতটা কঠিন তা শুধু তারাই বোঝে যারা তাদের মা কে হারিয়ে সর্বহারা হয়েছে। হ্যাঁ 'সর্বহারা'!! এই কথাটা তাদের কাছে ভীষণরকম সত্যি। কারণ দিন শেষে রাগ,মান-অভিমান, খুনসুটি, পাগলামির শ্রেষ্ঠ জায়গা 'মা'। আর যারা বলে মা-কে মোটেই সব কথা বলা যায় না। তাহলে এটা বলা বাধ্যতামূলক- 'যে কথাটা মা বুঝাবে না, সেই কথাটা অন্যকেউ বুঝবে না। যারা বলে আমি বুঝি, তারা শুধুই বোঝার অভিনয় করে।' 
            'সিঙ্গেল মাদার' কথাটির সাথে আমরা বহুপরিচিত। 'মা' হয়ে বাবার জায়গা নেওয়া যায় কারণ আজকাল মেয়েরা চাকরি করে, স্বাভাবিক ভাবেই দায়িত্ব নিতে পারে সন্তানের, আর সাথে বাবা হয়ে উঠতে যা যা করণীয় সবই করে। 'বাবা' শব্দটা শুনলেই মনে পড়ে যায় ভীষণ শাসন, ভীষণ কঠিন একটা মানুষ। কিন্তু সেই মানুষটাই নিজের শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে পরিবারের জন্য সব দায়িত্ব পালন করে। 'আরে আমার জামাকাপড় লাগবে না, তোরা কিনে নে, আমার অনেক আছে'....তারপর হয়তো খেয়াল করে দেখাও হয়না তিন সেট জামাকাপড়ে ঠিক কটা বছর হাসি মুখে কোনো অভিযোগ না করেই কাটিয়ে দিল মানুষটা। হ্যাঁ মায়েরাও পারে এগুলো। নিজের মুখের অন্নটুকু সন্তানের মুখে তুলে দিতে দ্বিতীয়বার ভাবে না। নিজের ইচ্ছা, শখগুলো ভুলে সন্তানের জন্য করে যায়।
            অন্যদিকে 'সিঙ্গেল ফাদার' কথাটা শোনাই যায় না সেভাবে। তাহলে কি 'বাবা'রা কখনো মা হয়ে উঠতে পারে না?? কে বলল পারে না... একজন বাবার 'মা' হয়ে ওঠা বা একজন পুরুষ মানুষের 'মা' হয়ে ওঠার গল্পটা অনেক বেশি কঠিন কারণ তাকে দুই রকম সত্তা ফুটিয়ে তুলতে হয়। 'বাবা’ কঠোর কঠিন একটা মানুষ, যার কষ্ট হলে কাঁদা বারণ। কেউ কখনো তার বাবাকে কাঁদতে দেখেনি। আর ’মা’ খুব নরম মনের একটা মানুষ যার কষ্ট হলে আড়ালে কেঁদে নিতে পারে, যাকে সব বলা যায়। কিন্তু বাবাকে সব বলা যায় না। কারণ 'বাবা নাকি বুঝবে না, বড়ই কঠিন মানুষ কি না।' অনেক পুরুষ মানুষই আছেন, যিনি তার অর্ধাঙ্গিনী চলে যাওয়ার পরে তার সন্তানের জন্য নিজেই 'মা’ ওঠেন। কারণ যা কিছু মা কে বলা যায় বাবাকে তো বলা যায় না। একই সাথে পরিবারের দায়িত্ব আবার সন্তানকে বড় করে তোলা থেকে তাকে বোঝার দায়িত্ব বাবার ওপর চলে আসে।  সে ক্ষেত্রে ’মা’ হয়ে ওঠা খুবই প্রয়োজনীয়। তাই শুধুমাত্র একজন নারী নয় একজন পুরুষও ’মা’ হয়ে উঠতে পারে। কারণ 'মা' তো 'মা' হয় মা শব্দের  সংজ্ঞাটা বদলানোর সামর্থ আমার নেই তাই সংজ্ঞাটা না বদলে একটু দৃষ্টিভঙ্গিটা বদলানোর চেষ্টা করলাম।
রচনাকাল : ১০/৫/২০২০
© কিশলয় এবং শ্রেয়সী বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 14  China : 28  Europe : 1  France : 4  Germany : 2  India : 151  Ireland : 3  Malaysia : 1  Norway : 1  
Russian Federat : 10  Saudi Arabia : 7  Sweden : 11  Ukraine : 9  United Kingdom : 3  United States : 132  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 14  China : 28  Europe : 1  
France : 4  Germany : 2  India : 151  Ireland : 3  
Malaysia : 1  Norway : 1  Russian Federat : 10  Saudi Arabia : 7  
Sweden : 11  Ukraine : 9  United Kingdom : 3  United States : 132  
© কিশলয় এবং শ্রেয়সী বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মাতৃত্ব by Shrayasi Biswas is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮৭০১
  • প্রকাশিত অন্যান্য লেখনী