শতাধিক বছর ধরে তুমি রয়েছ মোদের হৃদয়ে, জন্ম জন্মান্তর ধরে, হয়েছ অমর বারে বারে । মৃত্যুঞ্জয়ী সে, যে জয় করেছে মৃত্যুকে । হে কবিগুরু তুমি যে মৃত্যুঞ্জয়ী এক জন্মে তুমি রয়েছ সহস্রবারে। কি উপহার দিয়েছে মোদের আজ কি লিখিব কি লিখব তোমায় আজ কি দেবো উপহার কাঁপিছে মোর কলম সেই কলমেই ফোটাতে তুমি কোমল সুরের ডালি ১৫৯ বয়স তোমার কালজয়ী হয়েছ তুমি। আজই তব জন্মতিথি স্মরণে আজ লক্ষ কোটি মানব। ~ কেকা হালদার ~রচনাকাল : ৮/৫/২০২০
সুনন্দা ওরফে কেকা হালদার ১লা আগস্ট পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলা বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে বেশ পারদর্শীনী। এছাড়াও অঙ্কন চর্চা, সঙ্গীতচর্চা ও নাটকচর্চা করে থাকেন। গল্প, কবিতা, উপন্যাস পড়ার নেশা বিদ্যমান। বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।