রেখেছ স্মৃতি কাব্য গীতি, যার মাঝে আছ জেগে ,,,
করেছি সূচনা মৃদু রচনা, অচেনা সেই পদ দেখে ...
তোমার স্মরণে আজ এই ক্ষণে, দেখছি কত স্মৃতি ,,,
লক্ষ কোটিতে মানুষ জুটিতে, করছে সুর ও গীতি ...
বাঁধনহারা পড়িল সাড়া, আজ নতুনত্বের সুরে ,,,
পড়েছে ডাক ২৫শে বৈশাখ, জন্মদিনের তরে ...
কি জানি ভেবে মানুষ সবে, করছে তোমার স্মরণ ,,,
তোমার স্মৃতিতে কাব্য গীতিতে, হয় যদি হোক মরণ ...
চারদিকে হায় খুজিছে তোমায়, মানুষ সকাল সাঁঝে ,,,
বলছি আমি জেগে আছ তুমি, কাব্য গীতির মাঝে ...
করেছ গীতি কাব্যের স্মৃতি, গড়েছ প্রেমের নীড় ,,,
আকুল মনে তোমার স্মরণে, রেখেছি উদ্ধত শির ...
তুমি মোর গুরু তাই করে শুরু, তোমার আশিষ নিয়ে ,,,
আর কিছু না চাই পায়ে দিও ঠাই, প্রেম প্রীতি দিয়ে ...
তোমার প্রবিষ্ট হে কবি শ্রেষ্ঠ, মন কেড়েছ সবার ,,,
পায়ে দিও ঠাই তোমার মতই, সব করি যেন পরিহার ...
নাই কিছু আর ছোট্ট উপহার, তোমার জন্মদিনে ,,,
করো মার্জনা এই প্রার্থনা, তোমার কৃপা ও গুনে ...
এই শুভদিন হবে না বিলীন, রেখেছি রাখবো মনে ,,,
চারদিকে সাজ যা কিছু আজ, সবই তোমার স্মরণে ...
রচনাকাল : ৭/৫/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।