কোনো এক রাতের শেষে -
ঘুম তার আর ভাঙবে না ,
অহেতুক কথা বলে ,
বিরক্ত সে করবেনা ।
অ্যালার্ম টা বেজে যাবে -
বন্ধ কেউ করবেনা !
ঘুম থেকে আর সে -
কোনোদিন উঠবেনা ।
ঝলমলে রোদ্দুর মুখে এসে পড়বে,
তবু কেউ পর্দা ,দিতে আর বলবেনা ।
অনেক টা বেলা হলেও -
ঘুম ছেড়ে সে উঠবেনা ।
গরম চায়ে চুমুক দেওয়া ,
আর তো তার হবেনা !
গভীর ঘুমে নিমগ্ন সে ,
ঘুম আর তার ভাঙ্গবেনা।
বিছানাটা ঠিক করে
গুছানো আর হবেনা !
ঘুম ছেড়ে আর তো -
সে কোনোদিন উঠবেনা ।।
- সৌরভ কর্মকার।
১৮ ই জুন ২০১৯
রচনাকাল : ৫/৫/২০২০
© কিশলয় এবং সৌরভ কর্মকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।