ভুলে যেতে যেতে, মনে আবার পড়েছে যে - পুরানো দিনের কথা, রজনী অন্তে মনোপ্রান্তে - অসম্পূর্ণ নানা ব্যাথা । বিস্মিত হইয়া খুঁজি চারিপাশে - পুরাতন রঙিন দিনগুলি , সব মনে আছে ! সুর ভাঙ্গা গানে - ভরেছে স্মৃতির ঝুলি । গগনে-গগনে হইলো বেলা, রইলো পড়ে ছড়ানো সংসার, নেমে আসিল জগতে যেন- ক্রমশঃ অন্ধকার । আঘাত করিয়া ভুলাইয়া দিল, মনের যা ছিল গহীনে। আজি যে তাই; ভুলিতে যে চাই - যাহা ছিল অতীতে ।। ~ সৌরভ কর্মকার।রচনাকাল : ৪/৫/২০২০