বিস্মৃত আজ কত কথা যায় যে ভেসে মনে বৃদ্ধ বৃক্ষের পাতাগুলি ক্রমশ ঝরে পড়ে । গ্রীষ্ম শত পার হয় কত নদীর জল শুকায় ক্রমশ বাতাসে ভাসে ধুলোবালি তৃণভূমি শুকায় ধীরে। নির্বাক হয় দাঁড়িয়ে থাকে স্বপ্নদলের দিনগুলি অবহেলায় যেন তাদেরকে দিয়েছে পাশে ঠেলি । পাশ কাটিয়ে সবাই যে এগিয়ে চলে গেল মম হৃদয়ের ধুলিচূর্ণ পুনরায় ক্ষতবিক্ষত হল ।। - সৌরভ কর্মকার।রচনাকাল : ৪/৫/২০২০