১লা মে, ২০২০ইং।
মনের উঠোন জুড়ে ইচ্ছেরা।
কাজী রাশেদের কবিতা।
মনের উঠোনে জমে থাকা ইচ্ছে গুলোতে
পানি দেওয়া হয় না দীর্ঘকাল, তবুও ইচ্ছের
গোড়ায় আরো ইচ্ছের আগাছা, ছেয়ে যায়,
মনের উঠোন জুড়ে ইচ্ছে পুরণের সালতামামি।
প্রতিদিনের ইচ্ছে,
সকালের ইচ্ছে,
বিকালের ইচ্ছে,
রাতের ইচ্ছে গুলো শুধু তোমাকে নিয়ে।
আসে সপ্তাহ, মাস আর
বছর জুড়ে ইচ্ছের মেলা।
ইচ্ছেগুলো ডানা মেলতে চায়,
ছটফটিয়ে মরে মনের মাঝে,
মনের তেপান্তর ছুয়ে নীল আকাশ ছুতে চায়,
যেখানে আকাশ নেমে আসে মাটি ছুই ছুই,
যেখানে সমুদ্র ছুয়ে যায় আকাশ,
সেখানে চলে যেতে মন চায়,
বিলীন হতে স্বাধ জাগে তোমাতে আমাতে।
আমার মনের জমিনে জল দেই,
স্বান্ত্বনা দিয়ে পোষ মানাই ইচ্ছের ঘুড়ি,
কিশোরবেলার মতো ঘুড়ির লাটাইয়ে দেই টান,
ইচ্ছে গুলোর বেয়াড়া লাগামে দেই বাঁধন,
তবুও ইচ্ছেরা মানেনা বাড়ন, মানেনা শাসন।
আমার মনের উঠানে শুধু ইচ্ছের বাগান।
রচনাকাল : ২/৫/২০২০
© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।