মনে রেখো
মেঘনাদ দত্ত
কচি নেবু পাতার গন্ধে ভরা জ্যোৎস্না,
পরিযায়ী শ্রমিক প্রেমিকের কাছে আজ ,তমসা।
বৃষ্টিতে ভেজা মাটির সোঁদা গন্ধে,
অভুক্ত বধূটি জলে ফোটা চালের ঘ্রাণ নেয়।
লক ডাউন এর সরীসৃপ অবসরে,
পেয়েছে পরিযায়ীরা ব্লিচিং এর ক্লেশ।
তারা দৃশ্য-দূষণকারী, ফালতু অভোটার ।
মা যেমন শিশুটারে শেখায়,
'অ' এ অজগরটি আসছে তেড়ে,
রাষ্ট্র শিখিয়েছে পরিযায়ীদের
কিভাবে নিতে হয় ব্লিচিং এর ঝাঁঝালো গন্ধ !!
শাসকেরা আজ দেখতে পায়না,
ছেঁড়া প্যান্ট পরা ভুখা ছেলেটির
অর্ধমৃত বরফ শীতল কঙ্কালের ম্যাপ।
তারা তৈরি করছে
'কোটি কোটি ঋণ ছাড় চোরেদের রাষ্ট্র'।
'নেই কোন অধিকার স্বাস্থ্য এবং শিক্ষায়'।
নিম্ন-মধ্যবিত্ত,দিন আনে দিন খাওয়াদের
খেতে দাও , তারা ক্ষুধার্ত।
ক্ষুধার্তের দাবানলে নাহলে হবে
চোরেদের গড়া ইমারত দগ্ধ !
'চামড়ার ভিতরের রং টা লাল হয়,
মনে রেখো, একদিন শুরু হবেই প্রলয়'।
রচনাকাল : ২/৫/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।