আঙুল দিয়ে শাসানো হয় পৃথিবীটাকে! আঙুলের ছাপ দিয়ে কেবল শুধু জমিনের বিবাদ সমাপ্তি করা হয় না, আঙুল দেখিয়ে কাঁপানো হয় গোটা পৃথিবীটাকে! চিত্তের উপর বিত্তের জোর, অচেতন আর নেশায় বিভোর; সংসার বিচ্ছিন্ন মানুষগুলোও আঙুল চুষে বাঁচে, কি দরকার ছিল এই নন্দিত নরক! প্রার্থনা হে মঙ্গলময়, বেঁচে থাকুক শুদ্ধ প্রণয়! রাস্তার ধারে পড়ে থাকা জীর্ণ মানুষ গুলো তার কিছুই খুঁজে না, খোলা আকাশ যাদের নন্দিত উদ্যান!রচনাকাল : ৩০/৪/২০২০
তোফায়েল আহমেদ ৮ই অক্টোবর বাংলাদেশের আদিয়াবাদ গ্রামের নরসিংদী জেলার রায়পুরা থানায় জন্মগ্রহণ করেন। বর্তমানে উনি নরসিংদী সদরে বসবাস করেন। বর্তমানে তিনি Dhaka Stock Exchange এর নরসিংদী শাখায় Accounts এবং Trader এর কাজ করছেন। পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। বিশেষ করে কবিতা নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।