মন্দ ভালো,সুখ দুঃখ অন্ধকার আর আলো পরস্পরের প্রতিবেশী যেন সাদার মাঝে কালো সৃষ্টি যেমন লয়েতেই শেষ লয়ের পড়েই সৃষ্টি ধরণী এমন সবুজ হতো কি না হলে অনাবৃষ্টি? রুক্ষ মরুর বুকে ও থাকে মরীচিকার মায়া সুখ যদি হয় প্রদীপ শিখা দুখ হলো তার ছায়া। মনের মাঝে জমলে কালো জীবন হারায় সুর বারান্দায় আর দেয় না উঁকি এক মুঠো রোদ্দুর। যা পেয়েছে মন তাতেই যদি থাকতে পারে খুশি দুখের দিনেও থাকবে তোমার ঠোঁটের কোণে হাসি।রচনাকাল : ২৬/৪/২০২০
অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।