একজনের
মেঘনাদ দত্ত
এখনও আমি তোমায় বলিনি
'আমি তোমায় ভালোবাসি'।
তুমি আমায় জিজ্ঞাসিলে
এক মিত্রের মতো -
কাকে আমি..........
আমি বলেছিলাম -'একজনকে'
তোমার প্রশ্ন ছিল -'কাকে'?
আমি বলেছিলাম আমার ভাবনায়,
'শিশির কি কখনও বৃষ্টি হতে পারে'?
তুমি মানোনি আমার উত্তর।
প্রশ্ন করেছিলে , 'কেন বলছো না'?
বললাম - 'এক কঠিন পাথরের বুক
খুঁজে চলেছে একটু মাটির স্পর্শ'।
তুমি আবার আমাকে প্রশ্ন করলে -
'তুমি তাকে বলেছো ?যে আমি তোমায়.....'
আমি বলিলাম - 'না ,
যেমন পারেনি বলিতে ঐ তারাটি
গোপন ঝোপের জোনাকিকে'।
তুমি বলিলে -'তারা জ্বলে, জোনাকি জ্বলে,
তুমি দেখছি জ্বলছো , সে কি জ্বলে'!!!
আমি বলিলাম -
'রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে'।
রচনাকাল : ২৩/৪/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।