প্রতিদিনই মরছে মানুষ, কোন অচেনা এক ঝড়ে ,,,
গাছের পাতা বা ছিন্ন মুকুল, যেমন ঝরে পরে ...
কিসের সৃষ্টি কালবৈশাখী, এলো এমন রূপে ,,,
মানুষ যেন প্রতিটি ক্ষণে, সাগরে যাচ্ছে ডুবে ...
চারদিকে আজ মৃত্যু মিছিল, করোনা দিচ্ছে হানা ,,,
প্রতিষেধক কিংবা রোধক, নয়তো কারও জানা ...
গাছ যেমন শিকড়ে মাটি, আকড়ে ধরে বাঁচে ,,,
তেমনি মানুষ হারিয়ে হুশ, মরণের যুদ্ধে আছে ...
সব যেন আজ থমকে গেছে, কাঁদছে বিশ্ববাসী ,,,
ছেড়ে দাও এবার মানছি সবাই, আমরা তোমার দাসী ...
পরিস্কারে বাঁচবে জীবন, অপরিস্কারে নয় ,,,
আজ বন্ধ হচ্ছে সব ধর্ম কর্ম, বাঁচাও হে দয়াময় ...
খাদ্যাভাবে অর্থাভাবে, কাটছে কত জীবন ,,,
প্রতি মুহুর্তে ভাবছে সবাই, এলো বুঝি ওই মরণ ...
যুদ্ধ তো নয় নেই পরাজয়, নয়তো শক্তির বড়াই ,,,
প্রতি মুহুর্তে চলছে যেন, জীবন মরণের লড়াই ...
মরছে মানুষ প্রতিটি দিনেই, শূন্যতায় ভরা ঘর ,,,
নেই কারও জানা কিংবা চেনা, অচেনা এক ঝড় ...
রচনাকাল : ২২/৪/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।