আজো তো সূর্য প্রতিদিন ভোরে
পূর্বাকাশে উঁকি মারে
আজো বসন্ত এলেই কোকিল
কুহু সুরে গান ধরে।
আজো তো নিয়ম মেনেই নদীতে
জোয়ার ভাটা খেলে
আজো তো শরৎ এলেই বাতাসে
উৎসব ডানা মেলে।
আজো তো পলাশ লাল হয়ে ফোটে
ফাগুন লাগলে বোনে
আজো তো শিউলি ভোরে ঝরে পড়ে
আগমনী গান শুনে।
আজো তো প্রেম হারিয়ে যাইনি
এ ধূসর পৃথিবীতে
আজো তো মন্দ ভালো কে হারাতে
পারেনি এ ধরনীতে।
আজো তো গঙ্গা শুকিয়ে যাইনি
হারাই নি তার গতি
যদিও সবুজ হারিয়ে রুক্ষ
আমাদের এ প্রকৃতি।
আজো তো দূষণ গ্রাস করতে
পারেনি সকল প্রাণ
আজো তো ফের শুরু হতে পারে
সবুজের অভিযান।
আজো তো প্রকৃতি সহ্য করছে
ঘাত প্রতিঘাত যুদ্ধ
যদিও শিক্ষা দিতে হয়ে উঠে
মাঝে মাঝে খুব ক্ষুব্ধ।
ভোগ বিলাসের বর্বরতায়
আর হেনোনা বান
পারলে মা রক্ষা করে
বাঁচাও নিজের প্রাণ।
এখনো সময় আছে হে মানব
একটু শিক্ষা নাও
প্রকৃতি কে তার সবুজ চাদর
আবার ফিরিয়ে দাও।
রচনাকাল : ২০/৪/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।