মনের দেওয়ালে জমে থাকা স্মৃতি গুলো পারিস যদি একবার দেখ মুছে স্বপ্ন গুলো করবে না আর ভিড় ওষুধ ছাড়াই আসবে রে ঘুম কাছে। আকাশ রঙে ভিজুক আবার মন জীবন টা হোক ফের রাঙা কুমকুম বেনী ঝোলানো স্কুলের মেয়ে টা ফিরুক সুখের চাদরে জড়িয়ে আসুক ঘুম। মন খারাপের কুয়াশা যাক কেটে জীবন গাঙে প্রেমের ধারা আসুক মনের দেওয়াল রামধনু রঙ মেখে জীবন তরী আবার স্রোতে ভাসুকরচনাকাল : ১৯/৪/২০২০
অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।