ছুটছে ওরা ✍রাজু দাস(সুভাষগ্রাম) ছুটছে ওরা আসছে ধেয়ে দৌড় দিলাম পুকুর ধারে সড়াৎ করে পড়লাম গিয়ে পিছল খেয়ে স্নানের ঘাটে, ও...রে বাবা ভাঙলো কোমর মড়াৎ করে ব্যথা দিয়ে, আর যাব না আড্ডা দিতে চৌরাস্তার রকে বসতে, দু’টি কান ধরিলাম শপথ পাঠ করিলাম।রচনাকাল : ১৮/৪/২০২০
জন্ম ৩ মে ১৯৯১ সালে কলকাতা জেলায়, পিতা শ্রী হরিচরণ দাস, মাতা শ্রীমতী সীমা দাস, বর্তমান নিবাস সুভাষগ্রাম, প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বছর দুয়ের হল কবিতা লিখছেন, বেশকিছু ওয়েব ম্যাগাজিন ও লিটিল ম্যাগাজিনে কবিতা নিয়মিত লিখছেন, প্রথম কবিতা প্রকাশিত হয় কল্পসাগর সাহিত্য পত্রিকা ও সনেট পাবলিকেশনের হাত ধরে, প্রথম কাব্যগ্রন্থ "কবিতায় একডজন" প্রকাশিত হয় কলকাতা বইমেলা ২০২০ প্রকাশনায় অক্ষর সংলাপ প্রকাশন। সম্মাননা লাভ:- মুকুর লেখনী সম্মান ২০২০, সনেট পাবলিকেশন কবি সম্মান ২০১৮|