আসিবে আবার ফুলের বাহার, বসন্তের কোল ঘেসে ,,,
ঋতু পাঁচটি পেরিয়ে গাছটি, উঠিবে আবার হেসে ...
গাছের শাঁখে কোকিলের ডাকে, প্রকৃতি উঠবে ভরে ...
আজ প্রকৃতির খাতা গাছের পাতা, গিয়েছে যেন ঝরে ,,,
মৌমাছির মন আম্র কানন, আর মানুষ ঘরেতে বন্দি ,,,
চারিদিকে আজ বিদায়ের সাজ, নেই বৈশাখী সন্ধি ...
বিদায়ী ক্ষণে বলি তোমার সনে, করোনাকে নিয়ে যাও ,,,
করিও না হেলা বিদায়ী বেলা, প্রকৃতিকে মুক্তি দাও ...
করিও না ভার মনের আধার, একটু রেখো আলো ,,,
ঋতু পাঁচটি আর মাস দশটি, ততদিন থেকো ভালো ...
বলে দিতে চায় আজিকে বিদায়, আসিবে আবার ফিরে ,,,
গাছের শাঁখে কোকিলের ডাকে, প্রকৃতি রাখিতে ঘিরে ...
প্রত্যাশা মনের নতুন ক্ষণের, বিদায়ী বসন্তে আজ ,,,
মনের জোয়ারে নতুন ভোরে, আসিবে রঙের সাজ ...
মনেতে জোর আসিবেই ভোর, সবকিছু ফিরে পাবার ,,,
অনাবিল সুখে প্রকৃতির বুকে, বসন্ত আসিবে আবার ...
রচনাকাল : ১৩/৪/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।