, শহর : Hooghly-chinsurahআজও আছি বেঁচে চোখ চেয়ে ওপরে হয়ত মৃত্যুশয্যায় নয়তো আছি ঘোরে। শেষ কবে দেখেছিলাম সময় মনে তো আর পড়েনা আমার বৃহৎ জগত কেবল এই বিছানা। ঔষধগুলো ফুরিয়ে গিয়েছে কেউ তো দেয়না এনে মুখখানি নিজের ভুলিয়াছি সিক্ত কপোল অশ্রুজলে। বাতাস হটাৎ ভারী হয়ে আসে চারিদিকে নামে আঁধার মনে হলো যেন শতকোটি পোকা করছে দেহটা আহার। আরো কিছুক্ষন অপেক্ষা কমে এলো যন্ত্রণা কতকালের জং ধরা দেহ পেল অবশেষে সান্ত্বনা ।। ~•••°°সৌরভ কর্মকার °°•••~রচনাকাল : ৬/৪/২০২০