স্বপ্ন গুলো হারিয়ে গিয়েছে খুঁজিনা সেগুলোকে আর হেরে যাওয়া মনটাকেই আঘাত করে বারবার। দিয়াছ যত আঘাত মোরে রেখেছি গুছিয়ে যত্নে বুঝিতে পারিবে একদিন ছিলাম কত অযত্নে। সাদা কালো ভাগ্যের জীবনের এই অবকাশে জটিল নানা স্বপ্ন ছিল সকলি তাহা অসম্পূর্ণ।। ~°•••••সৌরভ কর্মকার•••••°~রচনাকাল : ৬/৪/২০২০