বন্ধ হলো দুয়ার ঘরের, অন্ধ হলো রাস্তা সুযোগ সকল হারিয়ে গেলো এখন শেষ অবস্থা। ধরাধামে রইলো পড়ে অর্ধেক ইচ্ছাগুলো হবার যা ছিলনা সেটাই আগে হল। আকার হলো নিরাকার মনের গহীনে পড়ে রইলো স্মৃতি-সকল নির্বাক দৃষ্টিকোণে ।। ~•••• সৌরভ কর্মকার ••••~রচনাকাল : ৬/৪/২০২০