পুকুর পাড়ে কদম তলে, বসে ছিলেন একা। জল আনতে গিয়ে , তোমার সাথে দেখা।। কদম তলে বসে তুমি, বাজাচ্ছিলে বাঁশি। দূর থেকে দেখেছিলাম, মিষ্টি মধুর হাসি।। সোনার মতো বস্ত্র পড়ে, বসে ছিলে কদম তলে। কাছে যেতেই প্রেমের মালা, পরিয়ে দিলে আমার গলে ।। তোমায় ছেড়ে যেতে মন, হলো বড়োই ব্যাকুল । তোমার প্রেমের সমুদ্রে পড়ে ভাসিয়ে দিলাম দুকূল।। ওই দুটি নয়ন, দেখে মন, বেসেছিলো তোমায় ভালো। ওই দুটি চরণ, করে হরণ , চেয়েছিলো জ্বালাতে আলো।।রচনাকাল : ২৪/৩/২০২০
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।