কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর প্রকাশিত ৪৪ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ২২২৩২ জন পড়েছেন।
শুধু দু পেগ নয়, খেলে খাবো ঠেলে।
বাড়ি হেঁটে নয় , যাবো হেলে দুলে।
হবে না মদে বেশি জল মেশালে।
আমার মন যেন এদিক ওদিক দোলে।
বাওয়ালি করব না কোনো ছলে।
পা যেন এধারে ওধারে টলে চলে ।।
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী।
বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।