নারীরা বাঁচে কখনো কখনো
জ্বলন্ত অগ্নির স্ফুলিঙ্গ কখনো বা ছাই ...
কখনো বা প্রিয়জনের লাঞ্ছনার চিতা ভস্ম !!!
কখনো বা বাঁচার ইচ্ছে নিয়ে ...ভালোবাসার স্পন্দন হয়ে বাঁচে ওরা ...
টাইমবোমার মতোই মেরুদন্ডহীন ...
ওরা ফেটে যায় !!!
নারীরা এভাবেই বাঁচে !
বাইরে যুদ্ধ ..ঘরে যুদ্ধ ..
তবু ও মুখে ওদের হাসি অটুট !
পাপ - পুণ্য , নির্যাতন , অত্যাচার
সত্যের অপলাপ নিয়ে ....
ওরা বাঁচে !!!
খানিক টা অভিমানে , খানিকটা দুঃসাহসে ..
সূর্যাস্তের প্রবল আকাশ টা কে ..
ওরা পরাস্ত করে ....
নারীরা এভাবেই বাঁচে !
রচনাকাল : ১৫/৩/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।