কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর প্রকাশিত ৪৪ টি লেখনী ২৭ টি দেশ ব্যাপী ২০৯২২ জন পড়েছেন।
যতদিন যাচ্ছে শরীর অসুস্থ হতেই চলেছে।
বুকের ভেতর দম বন্ধ হতে শুরু করেছে ।।
মনে হয়, সত্যি সত্যিই উপর থেকে ডাকছে।
সুখের স্মৃতি একে একে সব মনে পড়ছে।।
জানি না, এইভাবে আর কতদিন বাঁচবো।
চলে গেলেও, আবার এই মৌচাকেই ফিরবো।।
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী।
বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।