কেই কাউকে ভাবে না আপন। করে শুধু মিথ্যা সম্পর্ক জ্ঞাপন।। বলে তুমিই আমার মন, প্রাণ, সব। দুটাকার জন্য বন্ধ হয় মুখের রব।। তার কাছে টাকা আপন হয়েছে। যার আছে, হাসি নিয়ে পরেছে।। গরীবের নেই আনন্দে আছে মেতে। ধনীর দিন যায় নাকে, মুখে খেতে।।রচনাকাল : ১৩/৩/২০২০
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।