গোলাপ ফোঁটা ভোর টা আসুক ফিরে যোগ বিয়োগের অঙ্কটা আজ থাক ভালোবাসার আবেশ টা থাক বেঁচে আমায় না হয় মনের ভাজেই রাখ। হলুদ রঙের বিকেল আসুক ফিরে পলাশ রঙা প্রেমের স্রোতে ভেসে মনটা আবার ছটফটিয়ে উঠুক প্রিয়র মনে যাক না আবার মিশে। নিরুদ্দেশের গান টা ভেসে আসুক সকাল টা ফের আদিমতা য় ভাসুক খুশির স্রোতে কান্না টা যাক ভেসে হারানো প্রেম ভিরুক কূলে এসেরচনাকাল : ১৩/৩/২০২০
অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।