নারী তুই এও কি বুঝিস তোর নামে দিন হয়?
নারী তুই সারা বছর আর যেন পাসনা ভয়।।
নারী তোর চলন বলন বড়ই খারাপ বড়ই বাজে।
নারী তাই দৃষ্টি লোলুপ ঠাঁই নেয় তোর বুকের খাঁজে।।
নারী তোর প্রেমিক অনেক, ভালোবাসায় বিশ্বজোড়া।
পেয়ে গেলে তুই বড্ডো ভালো, নইলে বাকি আসিড ছোঁড়া।
নারী তুই স্ত্রীও বটে, স্বামীর নামে উপোস রাখিস?
চোখের কোনে রক্তবীজ, গত রাতের আঘাতও ঢাকিস?
নারী তুই বৌএর গড়ন, লক্ষীমন্ত সংসারে।
তোর যে শরীর ঠান্ডা ভীষণ পুড়েও মরিস অত্যাচারে।।
নারী তুই মা হলি যে, ভুললি ব্যথা জীবন দিয়ে।
তারাই তোর দাম লাগিয়ে জলের দরে দেয় বিকিয়ে।
নারী তুই ত্রিশূলও ধরিস, দুর্গারুপে পুজোও পাস।
পিতৃপক্ষ ফের শুরু যেই, ফের শুরু তোর মরণগ্রাস।।
নারী কিন্তু আজ দেখ তুই, চারিদিকেতে তোরই জয়।
তাইতো বলি, সারা বছর আবার যেন পাসনা ভয়।।
নারী তুই সারা বছর আর যেন পাসনা ভয়।।
রচনাকাল : ৯/৩/২০২০
© কিশলয় এবং বৈশাখী রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।