প্রতিটি নারী যোদ্ধা।
রান্নাঘর হোক্ কিংবা অফিসে,
প্রতিনিয়ত তাকে কঠিন যুদ্ধের সম্মুখীন হতে হয়।
প্রতিটি দিন প্রতিটি মূহুর্ত তাদের নামে হোক্, যে কোন একটা দিন নয়।
সকল নারী মানেই মা এর জাত,কিংবা সে দুর্গার রুপ এটা ভাবা অন্যায়।
কারণ খারাপ আর ভালো, নারী পুরুষ উভয় পক্ষতেই হয়।
মা হয়ে সন্তানকে গলা টিপে হত্যা করে,সত্যিকারের মা সেটা শুনে শিউরে ওঠে।
তবুও মা নমস্য,মা এর মুখ খানা দেখলে হাজার কষ্টেও সন্তানের মুখে হাসি ফোটে।
কিছু নারী সর্বদাই অবলা রুপী মুখোশ পড়ে ঘুরে বেড়ায়।
সম্মান কিংবা শ্রদ্ধা কোনটাই সেই নারীদের জন্য নয়।
নারী মানে ভালবাসার দেবী,নারী মানে স্নেহের প্রতিরূপ।
নারী মানে শক্তি, নারী মানে দশভুজার মুখ।
নারী নামের কলঙ্ক সেই সকল নারী।
যারা অন্তর থেকে নারী নয়, শুধুই নারী নামের মুখোশধারী।
আজ নারী দিবস শুধুই তাদের জন্য যারা সত্যিকারের নারী।
আকাশের নীল রঙ গায়ে মেখে যে হতে পারে নীলাম্বরী।
রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।