নারী-The boss
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : স্বাগতা সরকার
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৪৩ টি দেশ ব্যাপী ২৪০৩২ জন পড়েছেন।
এক নারী আকাশে দিয়েছে উড়ান, 
এক নারী সামলায় ঘর বাড়ি। 
এক নারীর মিছিলে শাণিত মুখ, 
নারী ছাড়া ভাই সব্বাই আনাড়ী। 

এক নারী  শিল্পী,
হাতে কলম বা রং তুলি
নেয় সে সমাজ সংস্কারের ভার। 
আরেক নারী ঠোঁটে  রং মেখে
গলিতে দাঁড়ায়,
 যে পথে নেমেছে ভীষণ অন্ধকার। 

সমাজ কাউকে মাখিয়েছে 
চুন কালি, 
কারোর গলায় পরিয়ে দিয়েছে মালা। 
 একা পেয়ে যাকে 
দাঁতে নখে ছিঁড়েছে নেকড়ের দল, 
সেই বুঝেছে নারী হবার জ্বালা। 

প্রগতিশীল হয়েছি আমরা ঠিক ই, 
কর্মদক্ষতায়
 আজ নারী পুরষের  কাঁধ মেলায়। 
এতদিনের অত্যাচারিত পদদলিত নারী, 
আকাশ ছুঁয়েছে কেবল
 নিজের যোগ্যতায়। 

নারী দিবস শুধু একদিন নয় রোজ রোজ, 
সকাল থেকে রাত রোজ নারীর লড়াই-
ভিড় ট্রেনে বাসে, 
অবাধ্য কনুই আর হাত - 
গা বাঁচাতে বাঁচাতে
আমরা মেয়ে থেকে নারী হয়ে যাই। 

নারীদের লড়াই কিছু পুরুষ কঠিন করেছে, 
নাঃ থাক ,খারাপ স্মৃতি
আজ নাই বা বললাম। 
মায়েদের লড়াইটা বাবারা সহজও যে করে
এতটা পথ  একসাথেই তো চললাম। 

নারী দিবস নতুন সকাল আনুক। 
কোনো নারীকে 
যেন আর ধর্ষিতা হতে না হয়। 
বাবা, দাদা, বন্ধু, প্রেমিক হয়ে
 ব্যাস পাশে থেকো পুরুষ। 
প্রতিদিন হবে 
সত্যিকারের জয়।
রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 8  China : 32  Europe : 2  France : 30  Germany : 56  India : 614  Ireland : 29  Italy : 3  Japan : 2  
Lithuania : 5  Norway : 30  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 17  Switzerland : 1  Ukraine : 35  United Kingdom : 34  United States : 324  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 8  China : 32  Europe : 2  
France : 30  Germany : 56  India : 614  Ireland : 29  
Italy : 3  Japan : 2  Lithuania : 5  Norway : 30  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 17  Switzerland : 1  
Ukraine : 35  United Kingdom : 34  United States : 324  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          স্বাগতা সরকার ২রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগণা জেলাস্থিত বিখ্যাত জয়নগর শহরের মাজিলপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা। ছোটোবেলা থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে, শ্রুতিনাটকে, সঙ্গীতে, চিত্রাঙ্কনে তিনি সমানভাবে পারদর্শীনী। তার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, শ্রুতিনাটক ইত্যাদিতে এনার লেখনীর পারদর্শীতা লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখালেখি করেন। 
                          
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নারী-The boss by Swagata Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১০০৯৮৪০
  • প্রকাশিত অন্যান্য লেখনী