এক নারী আকাশে দিয়েছে উড়ান,
এক নারী সামলায় ঘর বাড়ি।
এক নারীর মিছিলে শাণিত মুখ,
নারী ছাড়া ভাই সব্বাই আনাড়ী।
এক নারী শিল্পী,
হাতে কলম বা রং তুলি
নেয় সে সমাজ সংস্কারের ভার।
আরেক নারী ঠোঁটে রং মেখে
গলিতে দাঁড়ায়,
যে পথে নেমেছে ভীষণ অন্ধকার।
সমাজ কাউকে মাখিয়েছে
চুন কালি,
কারোর গলায় পরিয়ে দিয়েছে মালা।
একা পেয়ে যাকে
দাঁতে নখে ছিঁড়েছে নেকড়ের দল,
সেই বুঝেছে নারী হবার জ্বালা।
প্রগতিশীল হয়েছি আমরা ঠিক ই,
কর্মদক্ষতায়
আজ নারী পুরষের কাঁধ মেলায়।
এতদিনের অত্যাচারিত পদদলিত নারী,
আকাশ ছুঁয়েছে কেবল
নিজের যোগ্যতায়।
নারী দিবস শুধু একদিন নয় রোজ রোজ,
সকাল থেকে রাত রোজ নারীর লড়াই-
ভিড় ট্রেনে বাসে,
অবাধ্য কনুই আর হাত -
গা বাঁচাতে বাঁচাতে
আমরা মেয়ে থেকে নারী হয়ে যাই।
নারীদের লড়াই কিছু পুরুষ কঠিন করেছে,
নাঃ থাক ,খারাপ স্মৃতি
আজ নাই বা বললাম।
মায়েদের লড়াইটা বাবারা সহজও যে করে
এতটা পথ একসাথেই তো চললাম।
নারী দিবস নতুন সকাল আনুক।
কোনো নারীকে
যেন আর ধর্ষিতা হতে না হয়।
বাবা, দাদা, বন্ধু, প্রেমিক হয়ে
ব্যাস পাশে থেকো পুরুষ।
প্রতিদিন হবে
সত্যিকারের জয়।
রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।