বীজ মনে করে মাটিতে পুঁতলে আবার আমি উঠবো। বিষাক্ত কাঁটা মনে করে পুঁতলে ফুল হয়ে ফুটবো।। উদ্ভিদ মনে করলেও ঠিকই আমি ছুটবো। কথা দিলাম আমি এই মধু বনেই জাগবো।। আবার এই প্রকৃতির সুন্দর সাজে সাজবো। সব ভুলে যাবো, তবুও তোমাকে মনে রাখবো।রচনাকাল : ৪/৩/২০২০
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।