শিবের মাথায় বেল পাতায়, করো প্রণাম প্রণতি ,,,
দুগ্ধ ঢেলে ও গঙ্গাজলে, স্নানে হয়ে যাও ব্রতি ...
দিন চলে যায় কত সাধনায়, এলেন জগতপিতা ,,,
জগদীশ্বর ও পরমেশ্বর, ধ্বংসযজ্ঞের রূপেতা ...
অল্পে সে সন্তুষ্ট যে, তাই আশুতোষ নাম তার ,,,
মঙ্গলের তরে প্রতিটি ঘরে, নাম রয়েছে যার ...
মহাদেব নাম পূর্ণ মনস্কাম, সর্বদা করেন তিনি ,,,
মঙ্গলের তরে ধ্বংস করে, জগতে শ্রেষ্ঠ যিনি ...
পুজা করো চরণ ধরো, সদা ভক্তি রেখে মনে ,,,
ভক্তির জন্য জীবন ধন্য, হবে ভোলা বাবার দর্শনে ...
জীবের জীবন পতিত পাবন, জগতের ধ্বংসমুখ ,,,
বাবার কৃপায় প্রাণ জুড়ায়, মনেতে আসে সুখ ...
সকল দেবতার কিংবা অবতার, তার উপরে যত ,,,
পথের যাত্রী শিবরাত্রি, ত্রিলোকের শ্রেষ্ঠ ব্রত ...
রচনাকাল : ২৩/২/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।