মনের আশায় মুখের ভাষায়, জীবন যারা দিল ,,,
রাক্ষস জাত করে আঘাত, তাদের জীবন নিল ...
ভাষার ভক্ত দিয়েছে রক্ত, রেখে প্রেম আর প্রীতি ,,,
সে কথা স্মরণে তাদের বরণে, লেখা কাব্য গীতি ...
হোক না যত মনের ক্ষত, আজ তবুও মায়ের তরে ,,,
মাতৃভাষা মনের আশা, এসেছে প্রতিটি ঘরে ...
জানাই সালাম কিংবা প্রণাম, ভাষা শহীদের কাছে ,,,
অমর একুশ তোমার পরশ, প্রতিটি প্রাণে আছে ...
শহীদ মিনারে ভরেছে কিণারে, নানান রকম ফুলে ,,,
মুখের ভাষায় কান্না হাসায়, যায় নি কেহ ভুলে ...
বলবো কি আর নেইতো বলার, সবারই সব জানা ,,,
স্মরণে তবু আনতে কভু, আজ নেইতো কোন মানা ...
শত শহীদ দিয়ে তার হীত, রেখেছে ভাষার মান ,,,
মায়ের মুখে দুঃখ সুখে, শুনেছি তাদের অবদান ...
তোমরা অমর এনেছিলে ভোর, মায়ের বক্ষ জুড়ে ,,,
রয়েছ প্রাণে ভাষার টানে, দেখেছি বিশ্বে ঘুরে ...
বইয়ের পাতায় লেখার খাতায়, কত যে স্মৃতি ভাসে ,,,
মাতৃভাষার শহীদের আশার, সে যে অমর একুশে ...
রচনাকাল : ২১/২/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।