দেখো আমরা আবার এসেছি। বদলায়নি ,একই দলে ফিরেছি।। একা নয় কৃষ্ণা কে সঙ্গে এনেছি। দেখা হতেই, বাকিদের ফিরিয়েছি।। ঝড়ো হাওয়াতে আবার ঝরবো। একে একে আবার মরবো।। সকলে একসাথে লড়াই করবো। নতুন করে প্রশান্তির দল গড়বো।। যত ঝড়, জল, তুফান আসুক, বদলাবো না দল। বন্ধু হয়ে ,মৃদু হাওয়াতে উড়ে গেলি, এবার বল।। ছেলে যদি অন্যের ঘরে বসবাস করতে যাই। পরিবর্তন শুধু ঘরের হয়, নতুন বাপ কি পাই ।।রচনাকাল : ১৯/২/২০২০
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।