কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর প্রকাশিত ৪৪ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ২২২৪০ জন পড়েছেন।
তোমার প্রেমের সুরে মোর আঁখি জুড়ে লেগেছিল ধাঁধা।
তোমার রূপের রহস্যে আমার অন্তরের তাই এই কাঁদা।।
ও দুটি নয়ন দেখিয়া মন বেসেছে তোমায় ভালো।
ও দুটি চরণ করিয়া হরন চেয়েছিলাম জ্বালাতে আলো।।
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী।
বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।