স্বপ্নের সমুদ্রে সাঁতার আমি দিলাম। সাঁতার দিও আমি কূল না পেলাম।। কূলের খোঁজ করে আমি হলাম হতাশ। উপর দিয়ে তাকিয়ে দেখি শুধুই আকাশ।। দল দল উড়ছে পাখি বয়ে যায় হাওয়া। কুলের খোঁজ না পাওয়াতে নিরাশার গান গাওয়া।। নিরাশ হয়ে লাভ কি আছে বলো। আশাহীন বেদনা নিয়ে নতুন পথে চলো।।রচনাকাল : ১৮/২/২০২০
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।