পালিত কত ও উৎযাপিত, দিবস মহান রয়েছে ,,,
তাদের মাঝে হৃদয় ভাজে, প্রেমের স্বীকৃতি পেয়েছে ...
সন্তান মা কে বাবা ছেলেকে, কতই না ভালবাসে ,,,
একটি দিন হয়নি বিলীন, প্রতি বছর ঘুরে আসে ...
ভাই বোন ও আত্মীয় স্বজন, কত সময় যায় ছাড়ি ,,,
প্রেমের তরে আসে ফিরে, ১৪ই ফেব্রুয়ারি ...
স্নেহ পরশে শীতল বাতাসে, সকলের মন হাসে ,,,
যুবক যুবতী প্রেম আর প্রীতি, স্রোতে চলেছে ভেসে ...
প্রেম পবিত্র তার স্ব-চিত্র, রয়েছে যুগে যুগে ,,,
কলংকিত ও অপবিত্র, করেছে ভন্ড লোকে ...
একটি দিন নয় হোক প্রেমময়, জীবনের প্রতিক্ষণ ,,,
পালন করো প্রেম দিয়ে গড়ো, পবিত্র রেখে মন ...
প্রেমের তরে যুগ যুগ ধরে, গিয়েছে পবিত্র প্রাণ ,,,
তাদের স্মরণে জেগেছে মনে, আকুল প্রেমের টান ...
দেহ দেখে নয় মন বিনিময়, মিলন হয় মনে মনে ,,,
অর্থ প্রাচুর্য ও সৌন্দর্য, মূল্যহীন হয় ক্ষণে ...
সকলকে তাই জানিয়ে যাই, জোড়হাতে অনুরোধ ,,,
পবিত্র মনে প্রেমের টানে, রেখো না লোভ ক্রোধ ...
স্বর্গের দান পবিত্র মান, শপথ রেখে করি আপোশ ,,,
হাতে হাত ধরি পালন করি, বিশ্ব ভালবাসা দিবস ...
রচনাকাল : ১৪/২/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।