স্বপ্ন হয়ে ছিলে যখন ছিলে না আমার পাশে। সত্যি হয়ে এলে যখন , চন্দ্র- সূর্য সবই ভাসে।। চেয়েছিলাম জানতে কারণ শুনেনি আমি তোমার বারণ। মানিনি তখন কাউকে করেছিলাম সুন্দর সম্পর্ক চারণ।। বুঝতে চেয়েছিলাম তোমায়, একি ছিলো আমার ভুল। তবে কোন অপরাধে কেনই বা ভাসালে আমার দুকুল।। ভুল কি ছিলো আমার তোমাকে ভালোবাসো। মিথ্যে কি ছিল তবে ভালোবেসে কাছে আসা।।রচনাকাল : ১৩/২/২০২০
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।