কদিন আগে ভিডি কলে আর মেসেঞ্জারে আর কিছু?। রাকেশ বাগ যাদবপুর লেগে ছিলে আমার পিছু।। এখন না হয় কৃষ্ণের রাধিকা হয়েছো। দ্রৌপদী লীলার পর কৃষ্ণ লীলা করছো।। ভুলে গেছো আমাদের, আরেও কত গোপ ছিলো। তালিকা পাঠাচ্ছি কাজের শেষে বসে মিলো।। বছরখানেক আগে থেকে তোমাকে চিনি নাম সীমা।। বাড়িতে স্বামীকে পাঠাবো কি তোমার প্রেমের পরিসীমা।।রচনাকাল : ১৩/২/২০২০
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।