ভূত, না আছে সরষেতে; না গাছে। শুধু নিরীহ মানুষের মাথায় আছে। খেয়াল আছে কৃষক যোজনা, ওষুধের দাম। কিনতে হচ্ছে মাসে,মাথায় লাগিয়ে ঝান্ডু বাম ।। আকাশছোঁয়া টাকা দিয়ে হয় কিনতে। পাশের বাড়ির বন্ধু মরছে কাঁদতে কাঁদতে।। চোখে জল শুকিয়ে যাবে। ভিতরে আগুন তারা ফাটাবে।। মুখ দিয়ে আওয়াজ কবে হবে বের?। গরু ছাগল গাধা ছেড়ে হও শুধু সের।।রচনাকাল : ১৩/২/২০২০
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী। বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।