কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর প্রকাশিত ৪৪ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ২২২৪৬ জন পড়েছেন।
শরীরে করোনা কবে কমবে।
মনে করুণা কবে জাগবে।।
শরীরে হলে মানুষ শুধু মরে।
মনে হলে সবাই সুস্থ হয়ে পরে।।
মন যা চাই শরীর তার পাই না।
মন ভাইরাসের পরোয়া করে না।।
এই বে পরোয়ানা মন।
শরীরের একমাত্র ধন।।
রাকেশ বাগ ৯ই সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের যাদবপুরে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি পাঠরত। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহী।
বর্তমানে তিনি বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন।