আগে মেলায় যেতুম সবাই মিলে একসাথে ।
না বাইক, না সাইকেল, যেতুম হেঁটে হাত হাতে।।
এখন বলে ঠিক নেই বাইকেও যেতে পারি।
আগের মতো আর নেই ঝিলাপী কারাকারি ।।
এখন মেয়েদের পিছনে ঘোরাঘুরি মেলার মূল উদ্দেশ্য।
শেষে মেয়ে নয়,তার মায়ের পিছনে ঘুরে পা সিদ্ধ, কি করুণ দৃশ্য।।
এখন মিষ্টি নয়, পাঁপর নয় আসল খাবার মদ।
বাবা বলে ভাত খেয়ে যা অনেক্ষন থাকবে গদ।।
আজ বলে মেলা উৎসবের প্রতি নেই আমার আকর্ষণ।
মেলাতে দেখতে যায় বাবা, ছেলে,মেয়ে, মা'র বস্ত্র বর্ষণ।।
রচনাকাল : ৯/২/২০২০
© কিশলয় এবং রাকেশ বাগ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।