বীণা বাজে সুরের সাজে, ওই বুঝি মা এলো ,,,
বিদ্যা জ্ঞানে সুরের টানে, পৃথিবী ভরে গেল ...
মা এলো তাই জগতে সবাই, হইলো পুজায় ব্রতী ,,,
যার যেমন পুজার ধরন, কত রথী আর মহারথী ...
বীণাপাণি বীণার ধ্বনি, ছড়িয়ে দিলেন তাই ,,,
সুর ও ছন্দে মনের আনন্দে, গান শুনিতে পাই ...
মা ছাড়া জ্ঞান বিদ্যা হারা, সকলেই পৃথিবীতে ,,,
মাতৃভক্তি হয় যে মুক্তি, অবিদ্যা বিনাশ তাতে ...
ভক্তি মনে মায়ের চরণে, করলে পুজা ও প্রণতি ,,,
মায়ের আশিষে মহাবিশ্বে, হবেই অগ্রগতি ...
শ্বেত বস্ত্রে বীণা অস্ত্রে, হংস যে তাহার বাহন ,,,
ভক্তি মনে মায়ের চরণে, জ্ঞান বিদ্যা হবে আহরণ ...
জগতের কল্যাণে সুরের টানে, এলেন জ্ঞানবতী ,,,
আর কেহ নয় তার পরিচয়, সে মাতা সরস্বতী ...
রচনাকাল : ৩০/১/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।