ফুলের যেমন পাপড়ি ঝরে, তেমনি ঝরে মন ,,,
গাছের শুকনো পাতার মত, কভু ঝরে কত জীবন ...
ফুলের জীবন পথে ঘাটে, আর কখনও বাগিচায় ,,,
কভু কারনে বা অকারনে, ফেলে পায়ের তলায় ...
পবিত্র ফুল নয়তো খেলনা, তবুও মানুষ খেলে ,,,
কখনও বা ফুলকে ছেড়ে, জীবনকে নিয়ে চলে ...
কেন মানুষ ছেড়ে জ্ঞান হুশ, খেলে এমন খেলা ,,,
ফুল বা জীবন কি জানি কখন, করে চলে অবহেলা ...
ফুল বা মানুষ বোঝার মত, নেইতো কান্ডজ্ঞান ,,,
সাঁঝ প্রভাতে ব্যথা আঘাতে, জর্জরিত কেন মন ...
বুঝতো যদি সুখের পৃথিবী, হতো তবে সবার জন্য ,,,
প্রেম প্রীতি আর ভালবাসায়, সকলেই হতো ধন্য ...
রচনাকাল : ২৭/১/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।