জীবনের যত দিন ভালো ,
মেঘের তত রং কালো।
মেঘেরা আজ ভেসে যায়,
কালো রং এর ওই বাহানায়।।
সেদিন মেঘ বলেছিল "আমাকে আজ মেরোনা,
মরেও মরিনি ওগো আমাকে আর মেরোনা"।
তবু এই হৃদয়ের যন্ত্রনা লুকিয়েছে কোন বনে?
মেঘেদের যত স্বপ্ন আজ হারিয়েছে কোথা কে জানে।।
রনে, বনে, জঙ্গলে,
যতো কালো মেঘের ছায়া
তবু কখনো জীবন ভোলে,
জীবনের যত মায়া।।
এই হল জীবনের story,
কালো মেঘে ভরা আমাদের Therapy ।
কিন্তু কখন যদি মনেহয় ফিরে যাব ওই স্বপ্নে,
তখন জীবন ভেসে যাবে ভূতকালের কোন জন্মে।।
রচনাকাল : ২৬/৬/২০১১
© কিশলয় এবং সুজয় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।