নেতাজী ও স্বাধীন ভারত (কবিতা-২)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
হে নেতাজী সুভাষ বসু, কোথায় তুমি আজ ?
আছে কেবা, করতে এ স্বাধীন দেশের কাজ।
ভারতবর্ষ হয়েছে স্বাধীন, স্বাধীন ভারতবাসী,
স্বাধীন সবাই, ধনী দরিদ্র এবং গাঁয়ের চাষী।
ক্ষুধিত মানুষ অন্ন পায় না এই স্বাধীন দেশে,
আবার তুমি এসো নেতাজী অগ্নিশিশুর বেশে।
দেশের মাটিতে বিদেশীরা এসে চালায় সন্ত্রাস,
স্বাধীন ভারতে হচ্ছে আজও দেশের সর্বনাশ।
ফিরে এসো এসো ফিরে, নেতাজী সুভাষ তুমি,
সোনার ভারত গড়বে তুমি এ স্বাধীন জন্মভূমি।
ভারতবর্ষ হয়েছে স্বাধীন। এসো ফিরে পুনর্বার,
স্বাধীনতার স্বপ্ন তব বুঝি সফল হলো এইবার।
স্বাধীনতা সংগ্রামী বীর, যিনি করেছেন সংগ্রাম,
জন্মদিবসে মোরা সকলেই জানাই সহস্র প্রণাম।
রচনাকাল : ২৪/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।