বৃষ্টি যদি ঝড়ে পড়ে তুফান ওঠে মনে ভালোবাসার সপ্ন যদি বাস্তবে জাল বোনে? দখিন হাওয়া গানের সুরে যদি সাগরে ঢেউ ওঠে হৃদয় কোণের তপোবনে মাধবী ফুল ফোটে। পারবে তাকে রক্ষা করে আবার জায়গা দিতে সমাজের এই চারণ ক্ষেত্রে আপন করে নিতে??রচনাকাল : ১৭/১/২০২০
অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।