পৌষ মাসের বিদায় বেলা, আনন্দের এই দিনটি ,,,
চলে এলো পিঠে মেলা, শুভ মকর সংক্রান্তি ...
সবাই মিলে আনন্দ করো, টুসু পুজো নিয়ে ,,,
সুখের সাথে দিনটি কাটুক, পিঠে খাওয়া দিয়ে ...
হরেকরকম পিঠে আছে, খেয়ে নিও সবাই ,,,
সকলকে নিয়ে পিঠে খাওয়ার, নিমন্ত্রন জানাই ...
দুঃখ কভু করিও নাকো, আনন্দে দিনটি কাটাও ,,,
যদি পিঠে খাওয়াতে চাও, ই-মেইল করে পাঠাও ...
ডাকতে যদি চাও তবে, নিমন্ত্রন আমায় দিও ,,,
আসতে যদি না পারি, তবে একাই খেয়ে নিও ...
হরেকরকম পিঠে খেতে, মনেতে লাগে খুশী ,,,
পুজো সম্পূর্ণ করতে হবে, জাগলে দেবী টুশি ...
হাসিখুসি দিনটি কাটুক, আনন্দে রাখিও মন ,,,
হরেকরকম পিঠে খাওয়ার, জানাই নিমন্ত্রণ ...
ক্ষমা করে দিও আমায়, হয়ে গেলে ভুলভ্রান্তি ,,,
ভালো থেকো সকলকে জানাই, শুভ মকর সংক্রান্তি ...
রচনাকাল : ১৬/১/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।